Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

সোনাইমুড়ীতে ছয় দোকানকে জরিমানা

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি

নভেম্বর ৩০, ২০২২, ০৭:৫৭ পিএম


সোনাইমুড়ীতে ছয় দোকানকে জরিমানা

নোয়াখালীর সোনাইমুড়ী বাজারে মোবাইল কোর্টে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার আইনে ছয় দোকানকে জরিমানা করছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন।

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে সোনাইমুড়ী পৌর বাজারে এ অভিযান পরিচালনা করেন তিনি। এসময় বাজারের বিভিন্ন হোটেলে অনুমতির চেয়ে অতিরিক্ত গ্যাস ব্যবহার,অস্বাস্থ্যকর খাবার রান্না ও বিক্রির অপরাধে ৬ দোকানকে ৬০ হাজার টাকা ও একটি সিএনজিকে যত্রতত্র অবস্থানের জন্য ১হাজার টাকা জরিমানা করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসমাইল হোসেন জানান, বাজারের শ্রী কৃষ্ণ মিষ্টান্ন ভান্ডারকে ৮হাজার, শ্রী দুর্গা মিষ্টান্ন ভান্ডারকে ১২ হাজার, মা-মনি পেস্ট্রি ১০হাজার, মা-মনি রেস্টুরেন্ট ২০হাজার, মোহাম্মদিয়া হোটেল ১০হাজার, মোঃ রাসেলের সিএনজি যত্রতত্র অবস্থানের কারণে ১হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কেএস 

Link copied!