বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
ডিসেম্বর ৭, ২০২২, ০২:৩৫ পিএম
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
ডিসেম্বর ৭, ২০২২, ০২:৩৫ পিএম
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকার একটি ভাঙারির দোকানে ৩০০ কেজি মেডিকেল বর্জ্য মজুদ করায় ২ জনের বিরুদ্ধে মামলা করেছে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরীর সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিন বাদী হয়ে পাহাড়তলী থানায় এ মামলা করেন।
মামলার আসামিরা হলেন- ভাঙারি দোকানের মালিক জাহাঙ্গীর ও ভ্যানচালক বিজয় দাশ।
বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মনির হোসেন আমার সংবাদকে বলেন, গতকাল আমাদের অফিসের সামনে আমি একটি ভ্যানে ৩০০ কেজির মত মেডিকেল বর্জ্য দেখতে পাই।
ভ্যানচালকের কাছে জানতে চাইলে তিনি বলেন, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র থেকে মেডিকেল বর্জ্য সংগ্রহ করে একটি ভাঙারি দোকানে মেডিকেল বর্জ্য গুলো বিক্রি করে। তাদের শিকার মত অভিযান চালিয়ে ভাঙারি দোকান থেকে আরও ৩০০ কেজি মেডিকেল বর্জ্য জব্দ করা হয়।
তিনি আরও বলেন, অভিযানে দেখা যায় দোকানটিতে এসব মেডিকেল বর্জ্য চিকিৎসা বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা ২০০৮ অনুযায়ী সঠিকভাবে সংরক্ষণ করা হয়নি। এবং সাধারণ প্লাস্টিক বর্জ্যের সাথে এসব বর্জ্য রাখা হয়েছে। এমনকি এই দোকানের নামে কোনো লাইসেন্স নেই। অভিযানের সময় ভ্যানচালক পালিয়ে যায়। পরবর্তীতে ভাঙারি দোকানের মালিককে শুনানিতে হাজির থাকার নোটিশ দিলে শুনানি শেষে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
কেএস