Amar Sangbad
ঢাকা সোমবার, ০৬ মে, ২০২৪,

কেন্দুয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের উত্তেজনা, অস্ত্রের মহড়া!

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

জুলাই ২৬, ২০২৩, ০৬:২৫ পিএম


কেন্দুয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের উত্তেজনা, অস্ত্রের মহড়া!

নেত্রকোনার কেন্দুয়ায় ফুটবল খেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে উত্তেজনায় দেশীয় অস্ত্রের মহড়ায় গ্রামবাসী।

ঘটনাটি বুধবার (২৭ জুলাই) উপজেলার গড়াডোবা ইউনিয়নের বিদ্যাবল্লব ও চিকনী গ্রামে।

স্থানীয় একাধিক লোকজন ও ইউপি সদস্যরা জানান, গড়াডোবা ইউনিয়নের রওশন ইয়াজদানী হাইস্কুল খেলার মাঠে বিদ্যাবল্লভ গ্রামের বিবাহিত এবং অবিবাহিত দলের ফুটবল খেলায় বিজয়ী দলের জন্য ষাড় গরু পুরস্কার এমন ঘোষণা দেওয়া হয়।পরবর্তীতে মাঠে খেলা চলার আগে দর্শকদের সামনে ষাড় গরু নিয়ে মাঠে আসে কয়েকজন।

এসময় খেলা দেখতে আসা একই ইউনিয়নের চিকনী গ্রামের লোকজন বিদ্যাবল্লব গ্রামের লোকজনের সাথে ‍‍`খেলায় ষাড় গরু পুরস্কার‍‍` এনিয়ে কটুক্তি করায় দুই পক্ষের কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ সৃষ্টি হয়। এসময় বেশ কয়েকজন আহত হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার দুই গ্রামবাসীর মাঝে উত্তেজনা দেখা দেয় এবং দেশীয় অস্ত্রের মহড়া চলে।

এবিষয়ে কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে গড়াডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান খান সোহাগ বলেন, আমার ইউনিয়নের দুই গ্রামের লোকজনের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে এক সংঘর্ষ হয়েছে। বিষয়টি মীমাংসার জন্য চেষ্টা চলছে।

এদিকে স্থানীয় একাধিক লোকজন আশঙ্কা করছেন আবার যেকোন সময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

আরএস

Link copied!