Amar Sangbad
ঢাকা বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪,

হরতাল-অবরোধের প্রতিবাদে লোহাগাড়ায় বিক্ষোভ-সমাবেশ

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম ব্যুরো

নভেম্বর ৯, ২০২৩, ০৮:৪৯ পিএম


হরতাল-অবরোধের প্রতিবাদে লোহাগাড়ায় বিক্ষোভ-সমাবেশ

আন্দোলনের নামে সারাদেশে বিএনপি-জামাতের হরতাল-অবরোধ, জ্বালাও পোড়াও এর প্রতিবাদে চট্টগ্রামের লোহাগাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকালে লোহাগাড়া উপজেলা মডেল মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে বটতলী মোটর স্টেশনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন লোহাগড়া উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য জাহেদুল কবির সুমন। এ সময় উপজেলার ৯টি ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মীসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সমাবেশে জাহাদুল কবির সুমন বিএনপি-জামাতের উদ্দেশ্যে বলেন, গুহায় বা গর্ত থেকে ফেসবুকে বা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে হরতাল-অবরোধের ডাক দিয়ে রাজপথ থাকবেন না। চোরের মতো গাড়িতে আগুন দিবেন।মানুষের মনে ভীতি সৃষ্টির চেষ্টা করবেন। আসুন রাজপথে। খেলা হবে রাজপথে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের উন্নয়নের জোয়ারে ভেসে গেছে বিএনপি-জামাত জোটের হরতাল- অবরোধ। জনগণের মেন্ডেট নিয়ে আওয়ামী লীগ সরকার টানা তিনবার ক্ষমতায় থেকে মেগা উন্নয়নের মাধ্যমে দেশকে বিশ্বের কাছে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। আর মাত্র পাঁচ বছর ক্ষমতায় থেকে বিএনপি-জামাত জোট বিশ্ব দরবারে বাংলাদেশকে দুর্নীতিতে তিন বারের বিশ্ব চ্যাম্পিয়ন করেছে। তাই জনগণ তাদেরকে লালকার্ড দেখিয়ে প্রত্যাখান করেছে। আগামী দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে বিএনপি-জামাতচক্র যদি জনগণের জানমাল নিয়ে ছিনিমিনি খেলে তবে তাদের প্রতিহত করতে আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন প্রস্তুত।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল মন্নান, চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাবেক নেতা নুরুন্নবী করীর, চকবাজার মতি টাওয়ার দোকান মালিক-কর্মচারি সমিতির সভাপতি মো. শাহাবুদ্দিন, লোহাগাড়ার দোকান কর্মচারীর কমিটির সভাপতি মিসবাহ উদ্দীন রাজীবসহ অভাপতি মো. নাজিম উদ্দীন, মো. হামিদ, সারফু সিকদার খোরশেদ আলম, মনিরুল মাবুদ রয়েল,আবু জাহেদ, আমিনুল হক মামুন, আল আরফাত হিমু, মো. ইকবাল ও আব্দুল আজিজ প্রমুখ।

এআরএস

Link copied!