Amar Sangbad
ঢাকা সোমবার, ০৬ মে, ২০২৪,

হাটহাজারীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

নভেম্বর ২২, ২০২৩, ০৯:১৩ পিএম


হাটহাজারীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে সড়কের উভয় পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনটি মামলায় ছয় হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২২ নভেম্বর) বিকেলে পৌরসভা কলেজ গেইট হইতে বাসস্ট্যান্ড ও শেরে বাংলা মাজার গেইট পর্যন্ত এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম মশিউজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এসময় সড়কের উভয়প্রান্তে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জায়গা দখল করে অবৈধ ভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ করা হয়। সড়কের উপরে রাখা ব্যবসায়ীদের মালামাল জব্দ করেন এবং সড়কের উপর বিভিন্ন মালামাল রাখার অপরাধে তিনটি মামলায় ছয় হাজার টাকা জরিমানা করেন।

অভিযান শেষে ইউএনও জানান, সড়ক দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ, মালামাল জব্দ ও জরিমানা করা হয়। যানজট নিরসনে ও দুর্ঘটনা রোধে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। অভিযানে উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আবু রায়হান উপস্থিত ছিলেন। এসময় থানার পুলিশ সদস্য ও পৌরসভা কর্মীরা সহযোগিতা করেন।

এআরএস

Link copied!