Amar Sangbad
ঢাকা রবিবার, ০৫ মে, ২০২৪,

কারাবন্দী বিএনপি নেতার বাড়িতে হামলা, গাড়িতে অগ্নিসংযোগ

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

নভেম্বর ২৮, ২০২৩, ০১:২৭ পিএম


কারাবন্দী বিএনপি নেতার বাড়িতে হামলা, গাড়িতে অগ্নিসংযোগ

ফেনীতে কারাবন্দী বিএনপির দাগনভূঞা উপজেলা সভাপতি ও সাবেক পৌর মেয়র আকবর হোসেনের বাড়িতে হামলা ও তাঁর ব্যক্তিগত ( ঢাকা মের্ট্রো খ ১২-৯৬৪৮) মিতসুবিশি প্রাইভেট কারটি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৮ নভেম্বর) জেলার দাগনভূঞা পৌরসভার আলাইয়্যারপুর এলাকাস্থ ওই নেতার নিজ বাড়িতে এঘটনা ঘটে।

দাগনভূঞা উপজেলা বিএনপির সহ সভাপতি ও আকবরের স্ত্রী শাহীন আক্তার জানান, সোমবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১টা /দেড়টার দিকে জয় বাংলা স্লোগান দিয়ে ৩/৪টি ককটেল ফাটিয়ে একদল সন্ত্রাসী বাড়ির ভিতরে ঢুকে ঘরের পাশে থাকা আকবার সাহেবের ব্যক্তিগত প্রাইভেট কারে আগুন লাগিয়ে দেয়।

এছাড়া স্টাফ থাকার ঘরে ভাংচুর করে স্থান ত্যাগ করে।পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও গাড়িটি পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

জানতে চাইলে ওই বাড়ির ঝর্ণা আক্তার নামে অপর এক নারী  জানান, গত১০/১৫ দিন ধরে গাড়িটি ওই স্থানে ছিল। রাত ১টা/দেড়টার দিকে হঠাৎ ককটেলের শব্দ শুনে আমরা ঘর থেকে বের হয়ে দেখি গাড়িটিতে আগুন জ্বলছে। তবে, রাতের আধারে কে বা কারা এঘটনাটি ঘটিয়েছে আমরা তা দেখিনি।

তিনি আরও বলেন, এমন ঘটনা খুবই দুঃখজনক। একজন মানুষ জেলে বন্দী। অথচ তার বাড়িতে বোমা হামলা ও গাড়িটি জ্বালিয়ে দেয়া খুবই ন্যাক্কারজনক।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, গাড়িতে থাকা ব্যাটারি বিস্ফোরিত হয়েও আগুনের সূত্রপাত হতে পারে। তবে, এব্যাপারে কোন লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, কারাবন্দী আকবর হোসেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং এফবিসিসিআই‍‍`র সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু ছোট ভাই ও দাগনভূঞা উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান হাজী সফি উল্লাহ সন্তান।

গত ২৫ নভেম্বর রাতে উপজেলার ফেনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কে একদফা দাবিতে বিএনপি-জামায়াত সহ বিরোধী দলগুলোর ডাকা অবরোধের সমর্থনে মশাল মিছিল শেষে তাকে ঘেরাও করে পুলিশে ধরিয়ে দেয় ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা।

এআরএস

Link copied!