Amar Sangbad
ঢাকা সোমবার, ০৬ মে, ২০২৪,

প্রেসক্লাব রামপালের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

ডিসেম্বর ৩০, ২০২৩, ০৫:২৬ পিএম


প্রেসক্লাব রামপালের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পঞ্চম পেরিয়ে ষষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে নানা আয়োজনে প্রেসক্লাব রামপাল এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বর্ণাঢ্য র্যালী করে সড়ক প্রদক্ষিণ ও কেক কেটে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়।

সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে সাংবাদিকরা বিশেষ ভূমিকা পালন করেন। সমাজ ও রাষ্ট্রের নানা অসংগতি তুলে ধরে রাষ্ট্র সংস্কারের কাজ করেন। স্থায়ীত্বশীল উন্নয়নে তৃণমূল পর্যায়ে কাজ করছেন তারা। দায়িত্বের সাথে সাংবাদিকরা তাঁদের পেশাদারী দায়িত্ব পালন করলে বাংলাদেশ এগিয়ে যাবে। তবে সৎ সাংবাদিকতার কোন বিকল্প নেই। নীতি আদর্শিক সাংবাদিকতা দেশ ও রাষ্ট্রের সুফল বয়ে আনে। 

শনিবার (৩০ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিস মিলনায়তনে প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বক্তারা এসব কথা বলেন।

প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম এ সবুর রানা‍‍`র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজন মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে দেন রামপাল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ মো. মজনুর রহমান। 

বিশেষ অতিথির বক্তব্য দেন পেড়িখালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও শিক্ষাবিদ শেখ সুলতান আহমেদ, এডভোকেট দিব্যেন্দু বোস, সাবেক প্রধান শিক্ষক পীযুষ কান্তি অধিকারী, সিডিপি‍‍`র সিরাজুল ইসলাম, ভাগা বাজার বণিক সমিতির সভাপতি অজয় কুমার রায়, সুব্রত মন্ডল, ক্লাবের সি. সহ সভাপতি মোতাহার হোসেন মল্লিক, কবির আকবর পিন্টু, সহসাধারণ সম্পাদক শাহজালাল গাজী, সাংগঠনিক সম্পাদক মিলন মন্ডল, দপ্তর সম্পদক মোল্লা হাফিজুর রহমান, তথ্য ও ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরদার মহিদুল ইসলাম, সদস্য রেজাউল ইসলাম. আমিনুল ইসলাম নান্টু, সুখময় ব্রহ্ম, তৌকির আহমেদ, লায়লা সুলতানা, মুরশিদ পারভীন, হারুন শেখ, তুহিন মোল্লা প্রমুখ।

আরএস 
 

Link copied!