সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ০৫:৪৭ পিএম
সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ০৫:৪৭ পিএম
মানিকগঞ্জ সিঙ্গাইরে আব্দুল কুদ্দুসকে (৫২) প্রকাশ্যে কুপিয়ে হত্যা মামলায় প্রধান আসামিসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার।
ঢাকার সবুজবাগ ও হাজারীবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, প্রধান আসামি কালাম (৪৫), ইউপি সদস্য গফুর (৪১), মিলন (৩২), জুবায়ের (২২), মোখলেস (৩৮), আবুল হোসেন (৪৮), আওয়াল (২৩), মঞ্জুরুল হক মঞ্জু (৩৮) ও বখতিয়ার হোসেনকে (৫১) গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।
ইএইচ