Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

চিরনিদ্রায় শায়িত হলেন রত্নগর্ভা মা নাজমা রহিম

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

মার্চ ২৮, ২০২৪, ০৭:৩৪ পিএম


চিরনিদ্রায় শায়িত হলেন রত্নগর্ভা মা নাজমা রহিম

অগণিত ভালবাসা ও শ্রদ্ধায় চিরনিদ্রায় শায়িত হলে রত্নগর্ভা মা নাজমা রহিম। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক, সংবিধান প্রণেতা, স্বাধীনতা পদকপ্রাপ্ত, সাবেক সংসদ সদস্য মরহুম এম আব্দুর রহিমের সহধর্মিণী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির রত্নগর্ভা মা নাজমা রহিমের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার দিনাজপুর গোর এ শহিদ বড় ময়দানের এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ মাঠে সকাল ১১টায় ২য় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ঈমামতি করেন মরহুমার বড় ছেলে বিচারপতি এম ইনায়েতুর রহিম ।

৩য় জানাজা বাদ যোহর দুপুর ২টায় মরহুমার গ্রামের বাড়ি সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়নের জালালপুর গ্রামে পাঁচকুড় উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক গোরস্থারে দাফন কার্য সম্পন্ন করা হয়। ঈমামতি করেন মাওলানা শামসুল হক কাসেমী।

নামাযে জানায় এবং দাফনকার্যে অংশগ্রহণ করেন সংসদ সদস্য দিনাজপুর-১ আসনের জাকারিয়া জাকা, ৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্টার সাইফুর রহমান, অতিরিক্ত রেজিস্ট্রার মিজানুর রহমান, যুগ্ম জেলা জজ মো. আমিনুল ইসলাম, জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, হাবিপ্রবির ভিসি প্রফেসর ড, কামরুজ্জামান, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব দুলাল, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক নুরউল্ল্যাহ, উপাধ্যক্ষ আলহাজ্ব ডা. সৈয়দ নাদির হোসেন, দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বকশি বাচ্চু সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল প্রমুখ।

ইএইচ

Link copied!