Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪,

ফেনীর ৬ উপজেলায় আ.লীগের গ্রিন সিগন্যাল চান ২১ নেতা

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

এপ্রিল ১, ২০২৪, ০৩:১৪ পিএম


ফেনীর ৬ উপজেলায় আ.লীগের গ্রিন সিগন্যাল চান ২১ নেতা

আসছে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক ও মনোনয়ন না থাকলেও ফেনী জেলার ৬টি উপজেলায় ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাদের গ্রিন সিগন্যাল পেতে চান দলের বিভিন্ন পর্যায়ের ২১ জন নেতা।

এর মধ্যে বর্তমান উপজেলা পরিষদের ৫ জন চেয়ারম্যানও রয়েছেন। এ ৫টি উপজেলায় একাধিক ব্যক্তি প্রার্থিতার তালিকায় নাম লিখিয়ে আগ্রহ প্রকাশ করলেও দলের রেজিস্ট্রার খাতায় সদর উপজেলার শুধুমাত্র একজনের নাম রয়েছে। তিনি হলেন বর্তমান চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।

সোমবার জেলা ও উপজেলা পর্যায়ের একাধিক শীর্ষ নেতার সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।

আওয়ামী লীগের জেলা পর্যায়ের নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে। ওই টিমের সদস্যরা গত তিনদিন ধরে বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত শহরের স্টেশন রোডস্থ দলীয় কার্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে রেজিস্ট্রার নিয়ে বসেন।

এর আগে শনিবার শেষ দিনেও অনেকে নির্ধারিত অঙ্কের টাকা জমা দিয়ে ওই রেজিষ্ট্রারে নাম লিখিয়েছেন। চেয়ারম্যান পদে সম্ভাব্য এসব প্রতিদ্বন্দ্বীদের মধ্যে সদর উপজেলায় বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, পরশুরাম উপজেলায় বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদার, সাবেক সভাপতি ফিরোজ মজুমদার, বর্তমান জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মাহবুবুর রহমান আজাদ, উপজেলা সহ-সভাপতি সিরাজুল মোস্তফা, যুগ্ম-সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ সফিকুল হোসেন মহিম, মির্জানগর ইউনিয়ন সাধারণ সম্পাদক নুরুজ্জামান ভুট্টু, বক্সমাহমুদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন,  ফুলগাজী উপজেলায় বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল আলিম মজুমদার, সাধারণ সম্পাদক হারুন মজুমদার, সাংগঠনিক সম্পাদক মারুফ পারভেজ তুহিন, ছাগলনাইয়া উপজেলায় বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, জেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম ফারুক, উপজেলা যুবলীগ সভাপতি এনামুল হক, ঘোপাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল হক মানিক,  দাগনভূঞা উপজেলায় বর্তমান চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি দিদারুল কবির রতন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু নাছের, সোনাগাজী উপজেলায় বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটন, সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জেডএম কামরুল আনাম, ফয়েজুল ইসলামের নাম জানা গেছে।

অপর একটি সূত্র জানিয়েছে, ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সদর উপজেলায় বর্তমান ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ.কে শহীদ উল্যাহ খোন্দকার, পৌরসভার ৭নং ওয়ার্ড সাধারণ সম্পাদক নুর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগ সভাপতি জ্যোৎস্না আরা বেগম জুসি ছাড়াও জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুমান আরা গিয়াস খুকু, সাংগঠনিক সম্পাদক খাদিজা আক্তার খানম রুনা, সদস্য রোকেয়া ইসলাম, সদর উপজেলা সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস পিনু, মোর্শেদা আক্তার, রহিমা বেগম, পরশুরাম উপজেলায় শ্রমিক লীগ সভাপতি আবদুল রসুল মজুমদার, আওয়ামী লীগ সহ-সভাপতি আবদুল খালেক, দপ্তর সম্পাদক একরামুল করিম চৌধুরী পিয়াস, সদস্য নজরুল ইসলাম, পৌর সভাপতি শহীদউল্যাহ, জেলা যুবলীগ সদস্য ফখরুল ইসলাম, নারী ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান শামসুন নাহার পাপিয়া ও প্রয়াত এনামুল হক মজুমদার বাদলের স্ত্রী নিলুফা ইয়াসমিন, ফুলগাজী উপজেলায় সাবেক ভাইস চেয়ারম্যান অনিল বণিক, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল হক কালা, অ্যাডভোকেট সাইফুদ্দিন মজুমদার শাহীন, আবদুস সালাম, পরিমল রায়, আবদর রহিম, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক একরাম হোসেন, নারী ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মঞ্জুরা আজিজ, জেলা যুব মহিলা লীগ সভাপতি দিল আফরোজ, ছাগলনাইয়া উপজেলায় সাবেক ভাইস চেয়ারম্যান এয়ার আহমদ, উপজেলা মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক আলমগীর ভূঞা রনি, জসিম উদ্দিন, আবদুল বাকি শিমুল, মজিবুর রহমান ও কামাল উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান পদে বিবি জোলেখা, ফারজানা ববি, দাগনভূঞা উপজেলায় বর্তমান ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহীন, মাতুভূঞা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এছহাক জগলু, রাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাশেদুল হক বাবর ও আনোয়ার হোসেন ভূঞা, জায়লস্কর ইউনিয়ন সাধারণ সম্পাদক মহিউদ্দিন হায়দার, আবুল কায়েস রিপন, নুর মোহাম্মদ মাওলা, নিজাম উদ্দিন, নুরের ছাপা পলাশ, নারী ভাইস চেয়ারম্যান পদে রাবেয়া আক্তার রাবু, তাছকিরা তাননিম, শিরিন আক্তার, রোকেয়া আক্তার, সোনাগাজীতে বর্তমান ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল বাহার ফয়সাল, ইছহাক খোকন, মফিজ উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান পদে জোবেদা নাহার মিলি, খোদেজা খানম শাহীন ও আকলিমা আক্তার মায়ার নাম জানা গেছে।

তবে এ ব্যাপারে জানতে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক একে শহীদ উল্যাহ খোন্দকারকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

ইএইচ

Link copied!