Amar Sangbad
ঢাকা সোমবার, ০৬ মে, ২০২৪,

ব্যাংক লুটের ঘটনায় রুমা ও থানচিতে ৪ মামলা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৫, ২০২৪, ০৬:৫৫ পিএম


ব্যাংক লুটের ঘটনায় রুমা ও থানচিতে ৪ মামলা

বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংকের টাকা ও অস্ত্র লুট এবং ম্যানেজারকে অপহরণের ঘটনায় ৪টি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

সোনালী ব্যাংক লুটের ঘটনায় রুমা থানায় ৫০ থেকে ৬০ জনকে আসামি করে ৩টি ও থানচি কৃষি ব্যাংক লুটের ঘটনায় থানচি থানায় ৩০ থেকে ৪০ জনকে আসামি করে ১টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার রুমা ও থানচি থানায় এসব মামলা দায়ের করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমী।

তিনি জানান, ব্যাংক ডাকাতির ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে রুমায় ৩টি ও থানচিতে ১টি মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, রুমা কৃষি ব্যাংক ম্যানেজার হ্লা শৈ থোয়াই মারমা বাদী হয়ে অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

অন্যদিকে সোনালী ব্যাংকের ম্যানেজারকে মামলা করতে থানায় আসতে বলা হয়েছে বলে জানান তিনি।

ইএইচ

Link copied!