Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪,

অভয়নগরে রোমান স্মৃতি সংঘের ফুটবল টুর্নামেন্ট

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

নভেম্বর ২৯, ২০২৪, ০৭:১৮ পিএম


অভয়নগরে রোমান স্মৃতি সংঘের ফুটবল টুর্নামেন্ট

যশোরের অভয়নগরে রোমান স্মৃতি সংঘের আয়োজনে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার নওয়াপাড়া মডেল কলেজ মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

খেলায় টাইব্রেকারে প্রফেসরপাড়া যুব সংঘ ০-১ গোলের ব্যবধানে রোমান স্মৃতি সংঘকে হারিয়ে চ্যাম্পিয় হওয়ার গৌরব অর্জন করে।

রোমান স্মৃতি সংঘের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন থানা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান।

বিশেষ অতিথির বক্তব্য দেন, নাওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমাদুল করিম, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক।

এ সময় আরও উপস্থিত ছিলেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খান, কলেজের অধ্যক্ষ মহিদুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, সাবেক কাউন্সিলর শেখ আসাদুল্লাহ্ আসাদ, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাজু আহমেদ, রোমান স্মৃতি সংঘের রাকিবুল ইসলাম।

ইএইচ

Link copied!