Amar Sangbad
ঢাকা রবিবার, ১৬ মার্চ, ২০২৫,

তিন ভাইকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বরিশাল ব্যুরো ও মাদারীপুর প্রতিনিধি

বরিশাল ব্যুরো ও মাদারীপুর প্রতিনিধি

মার্চ ১২, ২০২৫, ০৩:২১ পিএম


তিন ভাইকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মাদারীপুরের সদর উপজেলার খোয়াজপুর টেকেরহাট এলাকায় মসজিদের ভিতর আপন দুই ভাই ও তাদের চাচাতো ভাইকে হত্যা করার ঘটনায় মামলার প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন, মামলার ১ নম্বর আসামি হোসেন সরদার এবং এজাহার নামীয় আসামী সুমন সরদার।

বুধবার দুপুরে বরিশাল নগরীর রূপাতলী র‌্যাব-৮ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে লে. কর্ণেল নিস্তার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে ঢাকার আশুলিয়ার কাঠালতলা এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় কাঠালতলা জামে মসজিদ থেকে মামলার প্রধান আসামি হোসেন সরদারকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্প সদস্যরা শরীয়তপুরের আরিগাও এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভূক্ত আসামি সুমন সরদারকে গ্রেপ্তার করে এবং তাকে মাদারীপুর থানায় হস্তান্তর করা হয়।

সম্প্রতি টেকেরহাট এলাকার মোল্লাবাড়ি ও সরদার বাড়ির মাঝে বালু তোলা নিয়ে সংঘর্ষ হয়। এই ঘটনার জেরে গত শনিবার সকালে মোল্লাবাড়ির লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সরদার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা নিহত তিন ভাইকে মসজিদে আশ্রয় নেয়ার পর সেখানে ঢুকে কুপিয়ে হত্যা করে। এরপর তারা নিহত দুই ভাই আতাউর ও সাইফুলের বসতঘর ভাঙচুর ও লুটপাট করে এবং বাড়িতে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

ইএইচ

Link copied!