পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
মে ২১, ২০২৫, ০৮:৫৮ পিএম
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
মে ২১, ২০২৫, ০৮:৫৮ পিএম
বরগুনার পাথরঘাটা উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ ঘোষণাকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় পাথরঘাটা শহরে ছাত্রদলের একাংশ বিক্ষোভ মিছিল করে সড়ক অবরোধ এবং টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করে।
বুধবার বিকেল পাঁচটায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিব ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সাক্ষরিত কমিটিতে হাসিবুল ইসলাম হাসিবকে সভাপতি এবং খায়রুল ইসলাম শরীফকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
খবরটি প্রকাশ পেয়ে পাথরঘাটা উপজেলা ছাত্রদলের একাংশ রাস্তায় নামেন এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন।
পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আরাফাত রহমান ওভি বলেন, দীর্ঘদিন যারা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল তাদের বাদ দিয়ে ছাত্রলীগের সঙ্গে সখ্যতা রেখে চলা লোকদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। যারা এতদিন রাজপথে ছিলেন, তাদের অবমূল্যায়ন করা হয়েছে। তিনি দ্রুত এই কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা না করলে নতুন কমিটির বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
সাবেক আহ্বায়ক মামুন আহমেদ জানান, যদি রাতের মধ্যে কমিটি স্থগিত না করা হয়, তাহলে বৃহস্পতিবার সকালে বিক্ষোভ ও হরতালের কর্মসূচি ঘোষণা করা হবে।
সদ্য ঘোষিত কমিটির সভাপতি হাসিবুল ইসলাম হাসিব বলেন, “দল আমাদের ত্যাগের মূল্যায়ন করেছে। সদ্য ঘোষিত কমিটির সবাই রাজপথের ত্যাগী যোদ্ধা। সবাইকে পদ-পদবী দেয়া সম্ভব নয়। দল আমাকে মূল্যায়ন করেছে। আমি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দলকে সুসংগঠিত করার চেষ্টা করব।”
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান জানান, ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ টহল জোরদার করেছে।
ইএইচ