Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

কাল থেকে নতুন বই ছাপার কাজ শুরু: শিক্ষামন্ত্রী

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ২, ২০২২, ০৭:৪০ পিএম


কাল থেকে নতুন বই ছাপার কাজ শুরু: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বছরের প্রথম দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে বৃহস্পতিবার (৩ নভেম্বর) থেকে বই ছাপার কাজ শুরু হচ্ছে। আমরা সময়মতো বই দিতে চাই। সেই সঙ্গে মানও ঠিক রাখতে চাই। 

এখন যদি কাগজের পাল্প পাওয়া না যায়, তখন সেকেন্ডারি পাল্প দিয়ে হলেও কাগজ আমাদের দিতে হবে। সেখানে যদি কিছুটা হেরফের হয়, তা কিন্তু গ্রহণযোগ্য মাত্রায় হতে হবে।’

বুধবার (২ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আপনারা প্রতিবার মান নিয়ে প্রশ্ন তোলেন। আমাদের ৩৫ কোটি বই। সব তো আসলে চেক করা সম্ভব হয় না। কিন্তু আমরা চাই এটাকে মানে রাখতে। যতটুকু সম্ভব মানে রাখার সম্পূর্ণ চেষ্টা থাকে আমাদের। এবারও সেই চেষ্টা থাকবে। যেসব বাস্তবতা থাকে, সেগুলোও আমাদের মাথায় রাখতে হবে।’

তিনি বলেন, ‘কাল (বৃহস্পতিবার) থেকে ছাপা শুরু হবে। যে মানের আমরা চাই, প্রকাশকরা তা দিতে পারবে বলে জানিয়েছে। প্রতিবছরের শুরুর দিনটিই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে বই উৎসব পালন করে আসছে সরকার। তবে করোনার কারণে গত দু-বছর এ উৎসব হয়নি। এবার করোনা নিয়ন্ত্রণে আসায় পুরোনো সেই ধারায় ফিরতে চায় সরকার।

দীপু মনি বলেন, ‘বৈশ্বিক কারণে আমাদের পরীক্ষা পিছিয়ে নিয়ে আসতে হয়েছে। সে রকম যদি অপ্রত্যাশিত কোনো বিপর্যয়কর পরিস্থিতির তৈরি না হয়, তবে আমরা বিশ্বাস করি, সময়মতো শিক্ষার্থীদের হাতে বই দিতে পারব।’

টিএইচ

Link copied!