Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

জাবিতে ছাত্ররাজনীতি বিষয়ক ‘সম্পূরক আলাপ‍‍` আগামীকাল

জাবি প্রতিনিধি 

জাবি প্রতিনিধি 

মে ২৫, ২০২৩, ০৮:০৩ পিএম


জাবিতে ছাত্ররাজনীতি বিষয়ক ‘সম্পূরক আলাপ‍‍` আগামীকাল

‍‍`বাংলাদেশের ছাত্ররাজনীতি এবং নীতিনির্ধারণী পর্যায়ে তরুণদের অংশগ্রহণ‍‍` শীর্ষক সম্পূরক আলাপ অনুষ্ঠিত হবে আগামীকাল।

বৃহস্পতিবার (২৫ মে) বিকাল সাড়ে ৫টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকেরা।

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (জাডস) এর আয়োজনে এবং বাংলাদেশ ডিবেট ফেডারেশন ও ‍‍`আলাপন‍‍` এর সহযোগিতায় সম্পূরক আলাপ এর সিজন-০৩ অনুষ্ঠিত হচ্ছে।  বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে বিকাল ৪ টা থেকে ৭ টা পর্যন্ত এ আলাপ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মাহফুজ মিশুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ড. দীপু মনি এমপি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: নূরুল আলম। এসময় অন্যানদের মধ্যে বক্তব্য রাখবেন ছাত্র আন্দোলনকর্মী নজির আমিন চৌধুরী জয়, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মাজহারুল কবির শয়ন এবং পাহাড়ি ছাত্র পরিষদ ঢাকা মহানগর শাখার সভাপতি রেং ইয়ং ম্রো।

অনুষ্ঠানের আহ্বায়ক ওবায়দুল্লাহ বলেন, সাধারণত ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের মতামত প্রকাশ করে৷ সরকারের পলিসি মেকিং পর্যায়ে শিক্ষার্থীদের সরাসরি অংশগ্রহণের সুযোগ হয় না। আগামীকালের সম্পূরক আলাপের মাধ্যমে সচেতন শিক্ষার্থীরা তাদের মতামত নিয়ে সরাসরি পলিসি মেকারদের কাছে নিজেদের প্রত্যাশা তুলে ধরতে পারবে৷

জাডস এর সভাপতি মাহির আসিফুর রহমান বলেন, আমাদের সম্পূরক আলাপে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের স্বনামধন্য পলিসি মেকারদের সম্মিলন ঘটবে। শিক্ষার্থীরা তাদের প্রত্যাশা নিয়ে সরাসরি কথা বলার সুযোগ পাবে৷

উল্লেখ্য, বাংলাদেশ ডিবেট ফেডারেশন এবং আলাপন এর সহযোগিতায় সম্পূরক আলাপের তৃতীয় সিজন অনুষ্ঠিত হবে।

আরএস

 

Link copied!