Amar Sangbad
ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫,

কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে অনশনে শাবিপ্রবি শিক্ষার্থীরা

সিলেট ব্যুরো:

সিলেট ব্যুরো:

এপ্রিল ২৩, ২০২৫, ০৫:৩৮ পিএম


কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে অনশনে শাবিপ্রবি শিক্ষার্থীরা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদে এবার আমরণ অনশনে বসেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

বুধবার (২৩ এপ্রিল) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের সামনে অনশন শুরু করেন একাধিক শিক্ষার্থী। তাঁদের এক দফা দাবি—কুয়েট উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের পদত্যাগ।

অনশনে থাকা এক শিক্ষার্থী বলেন, ‘১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে বহিরাগতরা শিক্ষার্থীদের ওপর হামলা চালালেও প্রশাসন নিরব দর্শক ছিল। হামলাকারীদের না ধরে উল্টো আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বহিষ্কৃত ৩৭ শিক্ষার্থীর বেশির ভাগই হামলার শিকার। ২২ জনের বিরুদ্ধে মামলাও হয়েছে। অথচ এই অন্যায়ের প্রতিবাদে যখন শিক্ষার্থীরা অনশন শুরু করেন, তখন সরকার কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।’

শাবিপ্রবি শিক্ষার্থীরা বলেন, কুয়েটের শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবির প্রতি সংহতি জানিয়ে আমরাও একই দাবিতে—ভিসির পদত্যাগ—আমরণ অনশন শুরু করেছি। যতক্ষণ না এই দাবি মানা হচ্ছে, ততক্ষণ আমরা অনশন চালিয়ে যাব।

এর আগে কুয়েট সিন্ডিকেট সভায় ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার এবং ৪ মে থেকে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

বিআরইউ

Link copied!