Amar Sangbad
ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫,

খুবি সাংবাদিক সমিতির সভাপতি রমিন, সম্পাদক মিরাজ

আমিনুর রহমান, খুবি প্রতিনিধি

আমিনুর রহমান, খুবি প্রতিনিধি

এপ্রিল ২৮, ২০২৫, ০৯:২০ পিএম


খুবি সাংবাদিক সমিতির সভাপতি রমিন, সম্পাদক মিরাজ

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (খুবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ১১ সদস্যের এই কার্যনির্বাহী কমিটিতে দৈনিক কালবেলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আলকামা রমিন সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের মো. মিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. গোলাম রহমান প্রশাসনিক ভবনস্থ সমিতির নিজ কার্যালয়ে নির্বাচনী কার্যক্রম শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. মো: খসরুল আলম

কমিটির অন্যরা হলেন- সহসভাপতি এইচ এম মাসুম হাসান , যুগ্ম সাধারণ সম্পাদক অর্ক মন্ডল, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান, অর্থ সম্পাদক গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: হাসিবুল হাসান।

এ ছাড়া সদস্যরা হলেন- মো: মারুফ আহম্মেদ, ফাহাদ খন্দকার ও রাতুল খান।

নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মাজিদুল ইসলাম এবং ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের সহকারী প্রভাষক হাসান মাহমুদ সাকি।

নির্বাচনের ফলাফল ঘোষণায় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. নাজমুস সাদাত। আরো উপস্থিত ছিলে সাংবাদিক সমিতির সাবেক দায়িত্বশীলবৃন্দ।

আরএস

Link copied!