Amar Sangbad
ঢাকা বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০

জনি ডেপ ও আম্বার হার্ডের সমঝোতা ১০ লাখ ডলারে

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২০, ২০২২, ১২:১৫ পিএম


জনি ডেপ ও আম্বার হার্ডের সমঝোতা ১০ লাখ ডলারে

মানহানি মামলার রায় আগেই আম্বার হার্ডের বিপক্ষে গিয়েছিলে। ক্ষতিপূরণ হিসেবে ডেপকে ১০ মিলিয়ন বা এক কোটি ডলার দিতে বলেছিল আদালত। তবে এতো বড় অঙ্কের অর্থ মেটানোর সামর্থ্য নেই বলে জানিয়েছিলেন আম্বার হার্ড।

শেষ পর্যন্ত জরিমানার বিষয়টি গড়াল সমঝোতায়। ডেপের সাথে ১০ লাখ ডলারের সমঝোতায় গিয়েছেন আম্বার।

ডেপের শিবির জানিয়েছে, এক মিলিয়ন বা ১০ লাখ ডলার শোধ করবেন হার্ড সেই মর্মে সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ। আম্বারের কাছ থেকে পাওয়া অর্থ দাতব্য প্রতিষ্ঠানে ডেপ দান করে দেবে বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

আইনজীবী বেনজামিন চিও ও ক্যামিলে ভ্যাজকুয়েজ বলেছেন, ‘ডেপের জন্য বেদনাদাক এমন একটি অধ্যায়ের পরিসমাপ্তি টানতে পেরে আমরা আনন্দিত। তার ইচ্ছা ছিল আসল সত্যটাকে বের করে আনা। বিচারকরা অবিসংবাদিতভাবেই হার্ডের বিপক্ষে ও ডেপের পক্ষে রায় দিয়েছে।’

এবি

Link copied!