Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪,

শাকিব খানের পাত্রী হতে আগ্রহী অনেক তরুণী

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

এপ্রিল ২৯, ২০২৪, ১১:৫৯ এএম


শাকিব খানের পাত্রী হতে আগ্রহী অনেক তরুণী

সাম্প্রতিক বছরগুলোতে সিনেমার পাশাপশি সিনেমার বাইরের বিষয় নিয়েও বেশ আলোচনায় ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। অপু বিশ্বাসের সঙ্গে বিয়ে, সন্তান এবং বিচ্ছেদ সংক্রান্ত আলোচনার রেশ না কাটতেই একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটে আরেক নায়িকা বুবলীর সঙ্গে।

দুটি বিষয় নিয়ে কম জলঘোলা হয়নি। শাকিব ইস্যু নিয়ে এখনও মাঝে মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে কাদা ছোড়াছুড়ি করতে দেখা যায় অপু-বুবলীকে। তবে শাকিব খানের দাবি অপু বিশ্বাস ও শবনম বুবলী দুজনই তার কাছে এখন অতীত। যদিও তাতে থামেনি এই ‘দুই বধূ এক স্বামীর’ টানাহ্যাঁচড়া!

সর্বশেষ, গত ঈদে একটি বেসরকারি টেলিভিশনে শাকিব খান সম্পর্কে বেশকিছু তথ্য তুলে ধরেন বুবলী। ওই অনুষ্ঠানে বুবলী বলেন, আইনগতভাবে তিনি এখনও শাকিব খানের বৈধ স্ত্রী।

এদিকে ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়ে শাকিবের বউ হিসেবে পছন্দের গুঞ্জন উঠেছে।

জানা গেছে, মেয়েটি যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে এ বছরের শেষ দিকেই বিয়ের পিঁড়িতে বসবেন শাকিব খান। দেশের বাইরে সুন্দর কোনো লোকেশনে বা সুন্দর কোনো দ্বীপে শাকিব খানের বিয়ে অনুষ্ঠানের প্রাথমিক পরিকল্পনা হচ্ছে বলেও জানা গেছে।

ইএইচ

Link copied!