Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪,

মৃত্যুশূন্য দিনে করোনায় শনাক্ত ২৯

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ১৫, ২০২২, ০৬:৫৮ পিএম


মৃত্যুশূন্য দিনে করোনায় শনাক্ত ২৯

দেশে গত ২৪ ঘণ্টায় ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ২৩৩ জনে। তবে নতুন করে কারও মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ২৯ হাজার ৪২৯ জনে অপরিবর্তিত থাকল।

মঙ্গলবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৭৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ১৮৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৯১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৪ হাজার ৩৮ জন।

এর আগে, সোমবার করোনায় দুইজনের মৃত্যু এবং ৩৮ জন শনাক্ত হওয়ার তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।

টিএইচ

Link copied!