Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪,

আত্মসমর্পনের পরে জামিন পেলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

মার্চ ৩, ২০২৪, ০৭:০৪ পিএম


আত্মসমর্পনের পরে জামিন পেলেন ড. ইউনূস

শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। 

রবিবার ঢাকা মহানগর দায়রা জজ আস-সামছ জগলুল হায়দার শুনানি শেষে জামিন মঞ্জুর করেন। এদিন ড. ইউনূসের পক্ষে শুনানি করেন তার আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল জামিনের বিরোধিতা করেন।

একইসাথে এ মামলায় আরও সাত আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন, গ্রামীণ টেলিকমের পরিচালক পারভীন মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল ইসলাম, পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান, নাজনীন সুলতানা, মো. শাহজাহান, নূরজাহান বেগম ও পরিচালক এস. এম হাজ্জাতুল ইসলাম লতিফী।

বিআরইউ

Link copied!