রাজধানীর ধলপুরে বিগত কয়েক বছর যাবত নিয়মিত গ্যাস সরবরাহ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এখানকার বাসিন্দারা। এই সমস্যা সমাধানের দাবিতে ভুক্তভোগী এলাকাবাসী মানববন্ধন করেছেন।
শুক্রবার দুপুরে (২ মে) পূর্ব ধলপুর, ইদ্রিস আলী রোড ও ৪৯ নং ওয়ার্ডের বাসিন্দারা এ মানববন্ধন করেন।
মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করে বলেন, বিগত ৩০ বছরের পুরাতন গ্যাসের লাইনের কারণে ঠিকমতো গ্যাস আসে না। এই কারণে রাজধানীর মতো জায়গায় আমাদের বাসা-বাড়িতে দিনের বেলা একেবারেই গ্যাস থাকে না। নিয়মিত গ্যাস বিল প্রদানের পরেও তারাও গ্যাস পাচ্ছেনা। গ্যাস সংকটের কারণে চরম কষ্টের মধ্যে রয়েছেন বলে জানান এলাকাবাসী।
.jpeg)
ধলপুরের ৪৯ নং ওয়ার্ডের সাবেক কমিশনার আলহজ্জ বাদল সরদার বলেন, ধলপুর, ডেমরা যাত্রাবাড়িবাসী বিগত ১৩/১৪ বছর গ্যাস পায় না, তারা নিয়মিত গ্যাসের বিল নিচ্ছে কিন্তু গ্যাস দিচ্ছে না, আবার অভিযোগ দিলে উল্টো তারা গ্রাহকদেরকেই হয়রানি করে, লাইন কেটে দেয়। যদি গ্যাস না দেয় তাহলে আমাদের গ্যাসের বিল নেয়ার দরকার নেই। আর তা হলে দ্রুত এই সমস্যার সমাধান করুক।
এলাকাবাসী বলেন, আমরা এই এলাকার মানুষ দীর্ঘ ১৫ বছর যাবত গ্যাস থেকে বঞ্চিত, এই এলাকা ঠিকমতো ঝাড়ু দেয়া হয়না, লাইটের ব্যবস্থা নেই, ম্যানহোলের ঢাকনা নেই। আমরা গ্যাস কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি মেনে নেয়ার আহ্বান জানাচ্ছি, যদি আমাদের দাবি মেনে নেয়া না হয় তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
সরকারের কাছে দাবি জানিয়ে তারা বলেন, গ্যাস সংকটের কারণে বাসায় রান্না করতে সিলিন্ডার গ্যাস কিনতে হচ্ছে। অন্যদিকে গ্যাস ব্যবহার না করেও প্রতি মাসে তিতাসকে বিল পরিশোধ করতে হচ্ছে। আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। দ্রুত সমস্যার সমাধানের দাবি জানাচ্ছি।
দাবি না মানলে বুধবার (৭ মে) রায়েরবাগ তিতাস অফিস ঘেরাও করবেন বলেও জানান তারা।
.jpeg)
মানববন্ধনে উপস্থিত ছিলেন, ৪৯ নং ওয়ার্ডের সাবেক কমিশনার আলহাজ্ব বাদল সরদার, তিনি ( বর্তমান বি এন পি যাএাবাড়ী থাকা সেএেটারি) আরো উপস্থিত ছিলেন, ৪৯ ওয়ার্ড বি এন পির সদস্য সচিব মো. সাইফুল ইসলাম বাদল, পূর্বধলপুর বাড়িওয়ালা সমিতির সভাপতি আলহাজ্ব সৈয়দ আহাম্মেদ ও বিশিষ্ট সমাজ সেবক (আদর্শ নগর মসজিদের সভাপতি) জালাল উদ্দীন, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ রুহুল আমিন, মোহাম্মদ নজরুল ইসলামসহ এলাকার সাধারণ মানুষ ও বিশিষ্টজনেরা।
আরএস