চলতি মাসে দুদিনের ছুটি নিলেই মিলতে পারে টানা পাঁচ দিনের ছুটি

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ১১:৫৯ এএম
চলতি মাসে দুদিনের ছুটি নিলেই মিলতে পারে টানা পাঁচ দিনের ছুটি

চলতি আগস্ট মাসে মাত্র দুদিনের ব্যক্তিগত ছুটি ম্যানেজ করতে পারলেই সরকারি ও বেসরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের দীর্ঘ ছুটির সুযোগ পেতে পারেন।

সরকার ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করে দিনটিকে সাধারণ ছুটি হিসেবে অন্তর্ভুক্ত করেছে। চলতি বছর দিনটি পড়েছে মঙ্গলবারে। মন্ত্রিপরিষদ বিভাগের ২ জুলাই ২০২৫ তারিখের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

৫ আগস্টের এই সরকারি ছুটির পর ৮ ও ৯ আগস্ট যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। এর মাঝে ৬ ও ৭ আগস্ট (বুধবার ও বৃহস্পতিবার) যদি কেউ ব্যক্তিগতভাবে ছুটি নিতে পারেন, তাহলে ৫ থেকে ৯ আগস্ট পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি উপভোগ করা সম্ভব।

এই একটানা ছুটি ভ্রমণ, পারিবারিক অনুষ্ঠান কিংবা মানসিক পুনরর্জনের জন্য বিরল সুযোগ হতে পারে। তবে ব্যক্তিগত ছুটি নিতে হলে সংশ্লিষ্ট অফিস কর্তৃপক্ষের অনুমতি ও ছুটির হিসাব বিবেচনায় রেখে সিদ্ধান্ত নিতে হবে।

উল্লেখ্য, ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’কে সরকার ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করেছে, যা জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ২১ অক্টোবরের পরিপত্র অনুযায়ী নির্ধারিত হয়েছে।

ইএইচ