শেখ মুজিব মানেই বাংলার মুক্ত আকাশ: জামিল

গাজীপুর প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৩০, ২০২২, ০৮:৩৩ পিএম
শেখ মুজিব মানেই বাংলার মুক্ত আকাশ: জামিল

বঙ্গবন্ধু আমাদের অনুভূতি ও অন্তরাত্মায় মিশে আছেন। শেখ মুজিব মানেই বাংলাদেশ। জাতির জনকের প্রতি আমাদের ঋণ, শ্রদ্ধা, ভালোবাসা অশেষ। শেখ মুজিব মানেই বাংলার মুক্ত আকাশ। শেখ মুজিব মানেই বাঙালির অবিরাম মুক্তির সংগ্রাম। শেখ মুজিব মানেই বাঙালি জাতির অস্তিত্ব। শেখ মুজিব মানেই বাঙালির ঠিকানা। শেখ মুজিব মানেই বাঙালি জাতির আশ্রয়-ভরসা। শেখ মুজিব মানেই বাঙালির আদর্শ। শেখ মুজিব মানেই ঝড়-ঝঞ্ঝার মাঝে মাথা উঁচু করে বাঙালির সঠিক পথে চলা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে প্রধান অতিথির বক্তব্যে‌ গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট মো. জামিল হাসান দুর্জয় এসব কথা বলেন।

মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে তেলিহাটি ইউনিয়নের (ছাতির বাজার) টেপিরবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এ সভার আয়োজন করেন।

শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ সফিকুর রহমান সফিকের সভাপতিত্বে এস এম কাজল রানার সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জর্জ। বক্তব্য রাখেন, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ফরিদ আহমেদ চুন্নু, আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম, শ্রীপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জামান।

বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মো. তোফাজ্জল হোসেন শাহীন, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সিরাজী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান,শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী রসকারি কলেজের সাবেক ভিপি ফরিদ আহমেদ চুন্নু, জিএস ও পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. নজরুল ইসলাম, পৌর যুবলীগের সাবেক সভাপতি মো. কামরুল ইসলাম, মো. ফিরোজ মিয়া, ইঞ্জিনিয়ার গোলাপ মিয়া,হাজী পাইপের সত্ত্বধিকারী যুবলীগ নেতা আমিনুল ইসলাম, রিপন খান,জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক হাদিকুল ইসলাম, সদস্য আশরাফুল আলমসহ আ‍‍`লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে উপজেলার পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলের সাথে সভাস্থলে যোগ দেন। আলোচনাসভা শেষে মিলাদ, দোয়া এবং গণভোজে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এসএম