মাধবপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৩, ০৫:৪৭ পিএম
মাধবপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

হবিগঞ্জে মাধবপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থায়ী  টিকাদান কেন্দ্রে এর উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসাবে শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাইয়ে এ ক্যাম্পেইনের উদ্ধোধন করেন উপজেলা নিবার্হী অফিসার মনজুর আহসান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইশতিয়াক আল মামুন, মেডিকেল অফিসার ডাঃ তারেকউজ্জামানসহ প্রমূখ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইশতিয়াক আল মামুন জানান,  উপজেলার ২৬৫টি কেন্দ্রে এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী  শিশুকে নীল রংয়ের ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী  শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

কেএস