বরিশালে রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা

বরিশাল ব্যুরো প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৩, ০১:৩৮ পিএম
বরিশালে রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা

বরিশাল বিভাগীয় পর্যায়ে অপরাজিতাদের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে নগরীর ইউরো কনভেনশন হলরুমে বিভাগীয় অপরাজিতা নেটওয়ার্ক সভাপতি প্রফেসর শাহ্ সাজেদার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শাহ্ মোহাম্মদ রফিকুল ইসলাম, বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস, বরিশাল জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক এম এ জলীল, পিরোজপুর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদা বারেকসহ বরিশাল বিভাগের বিভিন্ন জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ।

আলোচনা সভায় ২০২৫ সালের মধ্যে সকল রাজনৈতিক দলের সকল কমিটিতে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানান বিভাগীয় অপরাজিতা নেটওয়ার্কের সদস্যরা।

এআরএস