ফেনীর পরশুরামে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সাতজন গুণী শিক্ষককে সম্মাননা দিয়েছে স্থানীয় একটি পত্রিকা। পত্রিকাটির বর্ষপূর্তি উপলক্ষে বুধবার বিকেলে পরশুরাম উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান। সভাপতিত্ব করেন পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এমএ হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু আবদুল আলিম, ফেনী জজ কোর্টের এপিপি আবদুল আলিম মাকসুদ, পৌর জামায়াতের আমির মো. মোস্তফা, উপজেলা যুবদলের আহ্বায়ক শামছুল আলম শাকিল, বিআরডিবির চেয়ারম্যান আবু তালেব রিপন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সুজনসহ আরও অনেকে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, দৈনিক ফেনীর সময়–এর পরশুরাম প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন।
সম্মাননা পাওয়া শিক্ষকরা হলেন—
১. মাজহারুল ইসলাম, প্রভাষক, সুবার বাজার ইসলামিয়া ফাযিল মাদ্রাসা
২. সুব্রত চৌধুরী, সহকারী শিক্ষক, কবি শামসুন নাহার মাহমুদ বালিকা উচ্চ বিদ্যালয়
৩. মুজাহিদ আলী খান, সহকারী শিক্ষক, ধনীকুন্ডা হোসনে আরা উচ্চ বিদ্যালয়
৪. কেএম সফিউল্লাহ, সহকারী অধ্যাপক, পরশুরাম সরকারি কলেজ
৫. হাফেজ আবু ছালেহ, সহকারী শিক্ষক, ফয়েজুল উলুম মাদ্রাসা
৬. লিপি চৌধুরী, সহকারী শিক্ষিকা, পূর্ব সাহেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
৭. মো. কালাম, সহকারী শিক্ষক, কালাম প্রাথমিক বিদ্যালয়।
এছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগ, ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
বিআরইউ