নিজের পাতা ফাঁদেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫, ০৪:৩১ পিএম
নিজের পাতা ফাঁদেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

নিশ্ছিদ্র ফাঁদেই ফাঁস—নিজের পাতা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে কুড়িগ্রামে। বুধবার সকালে উলিপুর পৌর শহরের নারিকেলবাড়ি এলাকার সন্ন্যাসীর তলায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। নিহত কৃষকের নাম আব্দুল হাকিম (৫৯)। তিনি একই এলাকার মৃত নুরুল হকের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল হাকিম তার বাড়ির পাশে আট শতক জমিতে পাট চাষ করতেন। সম্প্রতি ওই জমিতে শিয়ালের উপদ্রব বেড়ে যায়। প্রায়ই পাটগাছ ভেঙে ক্ষতি করছিল শিয়াল। ফসল রক্ষায় তিনি জমিতে বিদ্যুতায়িত ফাঁদ পেতে রাখেন। তবে বুধবার সকালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই তিনি জমিতে যান। এ সময় অসাবধানতাবশত ফাঁদের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

সকাল ৯টার দিকে এক প্রতিবেশী ঘাস কাটতে গিয়ে তাকে জমিতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিআরইউ