শাজাহানপুরে মিথ্যা মামলার প্রতিবাদে কৃষক জনতার মানববন্ধন

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি প্রকাশিত: মে ৫, ২০২৫, ০৮:০৭ পিএম
শাজাহানপুরে মিথ্যা মামলার প্রতিবাদে কৃষক জনতার মানববন্ধন

বগুড়ার শাজাহানপুরে সাংবাদিক জনপ্রতিনিধিসহ সাধারণ কৃষক জনতার নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার (৫ মে) বিকালে উপজেলার আড়িয়া ইউনিয়নের মানিকদিপা সোনালি বাজারে এ মানববন্ধন করেন স্থানীয় এলাকাবাসী।

মানববন্ধনে অংশ নেয়া এলাকাবাসী জানান, অবৈধভাবে হাটের টোল আদায়ের নামে চাঁদাবাজির প্রতিবাদ করায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর ও আলু বীজ সিন্ডিকেটের মূলহোতা ইজারাদার শাহাদাত হোসেনের প্রতিনিধি মো. আবুল ওহিদ মুরাদ কর্তৃক জনপ্রতিনিধি, দৈনিক আমার সংবাদের উপজেলা প্রতিনিধি ও কৃষক-জনতার বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা করা হয়েছে। গ্রামগঞ্জে এসে এভাবে খাজনার নামে চাঁদাবাজির সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান এবং মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। তা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন মানববন্ধনে উপস্থিত সাধারণ কৃষক জনতা।

মানববন্ধনে উপস্থিত অত্র গ্রামের ১নং ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থলে উপস্থিত না থেকেও মিথ্যা মামলার আসামি হয়েছি। আমার এলাকার সাধারণ কৃষক জনতার নামে তারা হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়েছে। এমন ন্যাক্কারজনক মিথ্যা মামলার তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে অনতিবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

অত্র এলাকার ৩নং ওয়ার্ড সদস্য আলমগীর হোসেন বলেন, ওই দিন আমি ব্যক্তিগত কাজে শহরে ছিলাম। ঘটনার পর রাতে এসে জানতে পারি বগুড়া আলু ব্যবসায়ী সমিতির সভাপতি ও আড়িয়া বাজার ইজারাদার প্রতিনিধি শাহাদাত হোসেন এখানে এসে খাজনার নামে চাঁদা দাবি করেছে। এমন অবস্থায় স্থানীয় কৃষক জনতা তাকে অবরুদ্ধ করে রাখে। ঘটনাস্থলে পুলিশ এসে শাহাদাতকে উদ্ধার করার পরেই উত্তেজিত জনতা তার প্রাইভেট কার ভাঙচুর করে। সেখানে পরে এসে জানতে পারি দৈনিক প্রথম আলো পত্রিকায় আমার নাম ব্যবহার করে ভূয়া মিথ্যা বানোয়াট সাক্ষাৎকার প্রচার করেছে।

উল্লেখ্য, আড়িয়া বাজারের ইজারাদার শাহাদাত গত শুক্রবার (২৫ এপ্রিল) এলাকায় প্রবেশ করে জোরপূর্বক কৃষকদের থেকে হাটের টোল আদায়ের নামে চাঁদা নিতে আসলে জনতার হাতে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। পরবর্তীতে শাহাদাতের প্রতিনিধি মো: আবুল ওহিদ মুরাদ কৃষক, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ ২০ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে মামলা থানায় মামলা দায়ের করেন।

আরএস