ময়মনসিংহ শহরের সানকিপাড়া রেলক্রসিং বাজারে রেলওয়ের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে রেল কর্তৃপক্ষ।
বুধবার সকাল থেকে সেনাবাহিনী, পুলিশ ও রেলওয়ে পুলিশের সহায়তায় শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা (উপসচিব) নাসির উদ্দিন মাহমুদ।
দীর্ঘদিন ধরে সিটি করপোরেশন থেকে লিজ নিয়ে ব্যবসা করে আসা শতাধিক দোকান উচ্ছেদের মুখে পড়ায় হতবিহ্বল হয়ে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। অনেকেই মালামাল সরিয়ে নিতে না পারায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
স্থানীয়দের ভাষ্যমতে, এটি শহরের দ্বিতীয় বৃহত্তম কাঁচা বাজার। হঠাৎ করে এমন উচ্ছেদ অভিযান চালানোয় শত শত পরিবার বিপাকে পড়েছে। ভাঙারি ব্যবসায়ী মামুন মিয়া ও ডিম ব্যবসায়ী মাহবুবুর রহমান জানান, "বছরের পর বছর ধরে খাজনা দিয়ে ব্যবসা করেও আজ সব হারাতে হলো।"
রেল কর্তৃপক্ষ জানায়, রেলের জমিতে প্রভাবশালীদের মাধ্যমে স্থাপনা নির্মাণ করে সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে লিজ নিয়ে অর্থ আদায় করা হচ্ছিল। এসব স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার পর, ভবিষ্যতে এসব জায়গা পুনরায় লিজ দেওয়া হবে কি না, তা যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।
এমন আকস্মিক অভিযানে কোনো পূর্বঘোষণা না থাকায় এবং ক্ষতিগ্রস্তদের জন্য বিকল্প ব্যবস্থা না থাকায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ী ও এলাকাবাসী।
ইএইচ