কোম্পানীগঞ্জে হাতের কব্জি কাটার ঘটনায় এলাকাবাসীর মানববন্ধন

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি প্রকাশিত: মে ১৯, ২০২৫, ০৪:১৮ পিএম
কোম্পানীগঞ্জে হাতের কব্জি কাটার ঘটনায় এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন বড় ভাইয়ের হাতে ছোট ভাইয়ের কব্জি কেটে দেয়ার ঘটনার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা কোম্পানীগঞ্জ থানা প্রাঙ্গণে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বসুরহাট পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসাইন, পৌর কাউন্সিলর নুরনবী সবুজ, স্থানীয় নেতা আবদুল মান্নান, আহত যুবক আবদুস সাত্তার বাদশার পিতা তোফাজ্জল হক ও মাতা মাকসুদা আক্তার প্রমুখ।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, “ঘটনার পরপরই দায়ের করা মামলার প্রধান আসামি রমজান আলী মিশন ও তার শ্যালক আকাশকে রোববার রাতে সুবর্ণচর উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে।”

উল্লেখ্য, গত ১৩ মে (মঙ্গলবার) রাতে বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের ছয় চৌকিদার বাড়িতে পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাই রমজান আলী মিশন ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাই আবদুস সাত্তার বাদশার ডান হাতের কব্জি কেটে দেয়।

এ ঘটনায় আহত বাদশার স্ত্রী নুসরাত জাহান নুপুর বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় রমজান আলী মিশনকে প্রধান আসামি করে চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। পুলিশ রাতেই প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করে।

ইএইচ