লোভাছড়া চাঁদাবাজি মামলায় ৩ আসামির জামিন

সিলেট ব্যুরো: প্রকাশিত: মে ২৫, ২০২৫, ০৪:৩৫ পিএম
লোভাছড়া চাঁদাবাজি মামলায় ৩ আসামির জামিন

সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথর কোয়ারিতে আলোচিত চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার হওয়া তিনজনের জামিন মঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে মামলার তদন্ত কর্মকর্তার করা রিমান্ড আবেদন নামঞ্জুর করা হয়েছে।

রোববার (২৫ মে) অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবুল কাশেম এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মো. শাহ আলম তিন আসামির পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

জামিন পাওয়া আসামিরা হলেন—আব্দুল্লাহ (২২), মো. সাইফ (২২) ও তায়েফ উদ্দিন (৫৫)। তারা সবাই গত ১২ মে লোভাছড়া বাগানবাজার ঘাট এলাকা থেকে চাঁদাবাজির সময় আটক হন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন বলেন, আদালত উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ড আবেদন খারিজ করে পুলিশ রিপোর্ট পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন।

এই মামলায় অন্যতম আসামি সুইচ মাসুমকে গত ১৮ মে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে ১৪ মে একটি চোরাচালান মামলায় জামিন না মঞ্জুর হওয়ায় তিনি কারাগারে রয়েছেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাসুম আহমদের বিরুদ্ধে সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন থানায় অন্তত ১৯টি চোরাচালান মামলা রয়েছে।

এই মামলায় মাসুম আহমদ ছাড়াও মইনুল হক, জয়নাল আবেদীন, লিটন মিয়া, গোলাম আজমসহ অজ্ঞাতনামা আরও ৭–৮ জনকে আসামি করা হয়েছে।

বিআরইউ