ঈদের ছুটিতেও থেমে নেই তেঁতুলিয়া মডেল পরিবার কল্যাণ কেন্দ্রের কার্যক্রম

মান্দা (নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: জুন ১৪, ২০২৫, ০৪:২৬ পিএম
ঈদের ছুটিতেও থেমে নেই তেঁতুলিয়া মডেল পরিবার কল্যাণ কেন্দ্রের কার্যক্রম

নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদুল আজহার ছুটিতেও জরুরি স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রয়েছে।

গত ৭ জুন থেকে শুরু হওয়া ঈদের ছুটির মধ্যেও গর্ভকালীন সেবা, প্রসবসেবা, প্রসব পরবর্তী পরিচর্যা, সাধারণ স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরী সেবাসহ সকল জরুরি কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে। কেন্দ্রে স্বাভাবিক প্রসবসেবা ও পরিবার পরিকল্পনার চাহিদাভিত্তিক পদ্ধতিও চালু রয়েছে।

পরিবার কল্যাণ পরিদর্শিকা মোসা. নাহিদ সুলতানা এবং উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. মোজাম্মেল হকের সমন্বয়ে এবং উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের দিকনির্দেশনায় এ সেবাগুলো পরিচালিত হচ্ছে।

ঈদের ছুটির মধ্যেই কেন্দ্র থেকে— ৪২ জন নারীকে স্বাভাবিক প্রসব সেবা, ৬০ জন গর্ভবতী মাকে গর্ভকালীন পরিচর্যা, ৪৮ জন প্রসব পরবর্তী সেবা, ৫৪ জন শিশুকে চিকিৎসা, ৬০ জন সাধারণ রোগী এবং ১০ জন কিশোর-কিশোরীকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।

এছাড়াও একজন মহিলাকে দীর্ঘমেয়াদি পরিবার পরিকল্পনা পদ্ধতি (আইইউডি) সরবরাহ করা হয়েছে।

এ বিষয়ে মান্দা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খোন্দকার মো. শরীফুল ইসলাম জানান, “পরিবার পরিকল্পনা বিভাগের সব সেবা নিয়মিত চালু রয়েছে। ঈদের ছুটিতেও আমাদের সেবাগ্রহীতারা সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।”

ইএইচ