দোহারে বিএনপি নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২, ২০২৫, ০৪:৪৪ পিএম
দোহারে বিএনপি নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা

ঢাকার দোহার উপজেলায় বিএনপির এক নেতাকে ফিল্মি স্টাইলে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বুধবার ভোর ৬টার দিকে নয়াবাড়ি ইউনিয়নের বাহ্রাঘাট জাবেদের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, বর্তমান আহ্বায়ক কমিটির উপদেষ্টা এবং বাহ্রা হাবিল উদ্দিন উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হারুন-অর রশীদ ওরফে হারুন মাস্টার প্রতিদিনের মতো ফজরের নামাজ আদায় করে পদ্মা নদীর পাড় দিয়ে হাঁটছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে চারজন যুবক এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও চার রাউন্ড গুলি করে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হারুন মাস্টারকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তন্বি জানান, একটি গুলি মাথা ভেদ করে গাল দিয়ে বের হয়ে গেছে। তার শরীরে চার রাউন্ড গুলির চিহ্ন এবং ধারালো অস্ত্রের কোপের আঘাত রয়েছে।

এদিকে হত্যার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নিহতের সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা ও স্থানীয় লোকজন হাসপাতালে ছুটে আসেন। ঘটনাস্থল বাহ্রাঘাট এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

জানা গেছে, হারুন মাস্টার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। শিক্ষকতা পেশায়ও তিনি সম্মানজনক অবস্থানে ছিলেন এবং আর মাত্র ১৭ দিন পর অবসরে যাওয়ার কথা ছিল।

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল ও হাসপাতালে গিয়েছি। প্রাথমিকভাবে জানা গেছে, নিহতের শরীরে চারটি গুলির চিহ্ন এবং ৫-৬টি ধারালো অস্ত্রের কোপ রয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

ইএইচ