ফেনীর শতাধিক গ্রাম প্লাবিত, আশ্রয়কেন্দ্রে ৭ হাজার মানুষ

ফেনী জেলা প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ১০, ২০২৫, ০১:১৬ পিএম
ফেনীর শতাধিক গ্রাম প্লাবিত, আশ্রয়কেন্দ্রে ৭ হাজার মানুষ

ফেনীতে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বেড়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ২১টি স্থান ভেঙে গেছে। এতে পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে।

বৃষ্টিপাত কমলেও নদীর ভাঙা অংশ দিয়ে এখনও পানি ঢুকছে। ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। তিন উপজেলার অন্তত ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ৪৯টি আশ্রয়কেন্দ্রে ৬ হাজার ৮২৬ জন মানুষ আশ্রয় নিয়েছেন। ক্ষতিগ্রস্তদের সহায়তায় ইতোমধ্যে ১৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙনের মধ্যে রয়েছে মুহুরী নদীর ১১টি, কহুয়া নদীর ৬টি এবং সিলোনিয়া নদীর ৪টি অংশ। এতে পরশুরামের ১২টি ও ফুলগাজীর ৯টি পয়েন্টে বাঁধ ভেঙে প্লাবন ঘটে।

বন্যা পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসন কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে। পরশুরাম ও ফুলগাজী উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ৯০ জন স্বেচ্ছাসেবক দুর্গত এলাকায় কাজ করছেন বলে জানানো হয়েছে।

ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকার যথাসম্ভব দ্রুত পদক্ষেপ নিচ্ছে।

বিআরইউ