গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে গড়ে ওঠা ৩৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার কাশিয়ানী উপজেলার রাজপাট বাজার এলাকায় জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন গোপালগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার।
এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের রাজস্ব কর্মকর্তা শরীফ মাহমুদ, রাজপাট ইউনিয়নের ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) অধীর মণ্ডলসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
রাজস্ব কর্মকর্তা শরীফ মাহমুদ জানান, দীর্ঘদিন ধরে রাজপাট বাজার এলাকায় পানি উন্নয়ন বোর্ডের সরকারি জমিতে স্থানীয়রা অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এ অবস্থায় পানি চলাচলের পথ অবরুদ্ধ হওয়ায় বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছিল। পূর্বে একাধিকবার স্থাপনা সরিয়ে নিতে মৌখিক ও লিখিত নির্দেশনা দেওয়া হলেও তারা তা না মানায় জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে প্রায় ১.৫০ একর জমি থেকে ৩৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
ইএইচ