মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ভোলার পাশের হার ৫৪.৭০ শতাংশ হয়েছে।
এ বছর ভোলা জেলা থেকে মোট ১৭ হাজার ৩৭২ জন পরীক্ষায় অংশ গ্রহণ করেন, যাদের মধ্যে ৭ হাজার ৮৬২ জন উত্তীর্ণ হয়েছেন। পাশ করা শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৩ হাজার ৬০৪ জন এবং ছাত্রী ৪ হাজার ২৫৮ জন।
বরিশাল শিক্ষা বোর্ড থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সূত্র জানায়, গত বছরের তুলনায় পাশের হার প্রায় অর্ধেকে নেমেছে। গত বছর পাশের হার ছিল ৮৯.২৭ শতাংশ।
তবে বরিশাল বিভাগীয় স্তরে পাশের হার বিশ্লেষণে দেখা গেছে, ভোলা জেলার শিক্ষার্থীরা পাশের হারে চতুর্থ অবস্থান অর্জন করেছে।
এছাড়া জেলার একটি বিদ্যালয় শতভাগ পাশ করেছে, আর তিনটি বিদ্যালয়ে পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি।
শতভাগ পাশের বিদ্যালয়টি হলো চরফ্যাশন উপজেলার ফরিদাবাদ হাই স্কুল। পাশের ফলাফল শূন্য থাকা বিদ্যালয়গুলো হলো—শামিম মেমোরিয়াল গার্লস স্কুল (চরফ্যাশন) ও নিশ্চিন্তপুর শিকদার বাজার মডেল স্কুল (তজুমদ্দিন)।
জেলায় মোট ২১৯টি বিদ্যালয় রয়েছে।
ইএইচ