৩২০ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫

নরসিংদীর এনকেএম হাইস্কুল অ্যান্ড হোমসের চমক

নরসিংদী প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১০, ২০২৫, ০৫:৫৬ পিএম
নরসিংদীর এনকেএম হাইস্কুল অ্যান্ড হোমসের চমক

এসএসসি পরীক্ষার ফলাফলে এ বছরও নজরকাড়া সাফল্য ধরে রেখেছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা (এনকেএম) হাইস্কুল অ্যান্ড হোমস। বিদ্যালয় থেকে এবার ৩২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এবং সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত এসএসসি ফলাফলের পর এ তথ্য নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমন হোসেন।

বিদ্যালয়টির ধারাবাহিক এ কৃতিত্বে সন্তোষ প্রকাশ করেছেন এর প্রতিষ্ঠাতা আবদুল কাদির মোল্লা ও মিসেস নাছিমা মোল্লা।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালে শতভাগ পাসের পাশাপাশি ৯৯.৬৬ শতাংশ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। এছাড়া ২০২২, ২০১৭ এবং ২০১৫ সালেও প্রতিষ্ঠানটি শতভাগ শিক্ষার্থীকে জিপিএ-৫ এনে দিয়ে দেশের অন্যতম সেরা ফলাফল অর্জন করে।

২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় ধারাবাহিকভাবে শতভাগ পাস ও উচ্চ ফলাফল অর্জন করে প্রতি বছরই শিক্ষা বোর্ডে শীর্ষস্থান ধরে রেখেছে এনকেএম হাইস্কুল অ্যান্ড হোমস।

চলতি বছর বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেওয়া ৩২০ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ পাওয়ায় প্রতিষ্ঠানটির প্রতি শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা আরও বেড়েছে।

ইএইচ