নাসিরনগরে ছাত্রদল নেতা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১১, ২০২৫, ০৫:৫০ পিএম
নাসিরনগরে ছাত্রদল নেতা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ছাত্রদল নেতা সোহরাব হোসেন হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শুক্রবার বিকেলে উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামের জামে মসজিদের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে চাতলপাড় ইউনিয়নের শত শত মানুষ অংশগ্রহণ করেন। 

এতে বক্তব্য দেন মোহাম্মদ জজ মিয়া, ইউপি সদস্য শাহ আলম, আল-আমিন মিয়া, সুজন মিয়া, মোক্তার হোসেন, জাবেদ মিয়া, মঈন উদ্দিন ও শফিক মিয়াসহ আরও অনেকে।

বক্তারা বলেন, “আমরা দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এখনও তারা আমাদের নানাভাবে হুমকি দিচ্ছে। তারা গ্রামের আশপাশেই আত্মগোপনে রয়েছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”

মানববন্ধনে অংশগ্রহণকারীরা “ফাঁসি চাই, ফাঁসি চাই” বলে স্লোগান দেন।

নিহত সোহরাবের ভাই মো. মোজাহিদ মিয়া বাদী হয়ে গত ৮ জুলাই ৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০–২৫ জনকে আসামি করে নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, “ঘটনার পরপরই একটি হত্যা মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

উল্লেখ্য, গত ৫ জুলাই উপজেলার চাতলপাড় বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সোহরাব হোসেন (২৭) নিহত হন। এ ঘটনায় আহত হন অন্তত ১৫ জন। নিহত সোহরাব চাতলপাড় ইউনিয়ন ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ছিলেন। তিনি কাঁঠালকান্দি গ্রামের বাসিন্দা ও চান মিয়ার ছেলে।

ইএইচ