গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বাড়িয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সংগঠিতভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতাকর্মীরা। ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগানে মুখর হয়ে উঠেছে পাড়া-মহল্লা, বাড়ছে জনসম্পৃক্ততা ও ভোটারদের আগ্রহ।
শুক্রবার বাড়িয়া ইউনিয়নের বড় কয়ের ও ছোট কয়ের গ্রামের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হয় বিশাল মিছিল।
এতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক এলাকাবাসী অংশ নেন। মিছিল শেষে বিএনপি নেতারা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
নেতাকর্মীরা জানান, তারা গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা এ কে এম ফজলুল হক মিলনের পক্ষে মাঠে নেমেছেন।
৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সজীব সরকার বলেন, “গত এক সপ্তাহ ধরে আমরা নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছি। নির্বাচনের আগ পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।”
প্রতিদিনের মতোই উঠান বৈঠক, মিছিল ও লিফলেট বিতরণের মাধ্যমে দলীয় বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে। বাড়িয়া ইউনিয়নে বিএনপির প্রচারণা এখন পূর্ণমাত্রায় সক্রিয়।
স্থানীয় বিশ্লেষকরা মনে করছেন, জনগণের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আগ্রহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অবস্থানকে আরও শক্তিশালী করে তুলতে পারে।
ইএইচ