মির্জাপুর ক্যাডেট কলেজে এসএসসিতে শতভাগ জিপিএ-৫

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১০, ২০২৫, ০৮:৩৩ পিএম
মির্জাপুর ক্যাডেট কলেজে এসএসসিতে শতভাগ জিপিএ-৫

টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ এবারের এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ-৫ অর্জন করেছে। কলেজটি থেকে এবার ৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, এবং সবাই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

কলেজ সূত্রে জানা গেছে, ৫৯তম ব্যাচের ৫০ জন শিক্ষার্থী বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে এবং প্রত্যেকেই জিপিএ-৫ অর্জন করেছে। এদের মধ্যে ৪৪ জন শিক্ষার্থী ‘গোল্ডেন জিপিএ-৫’ পেয়েছে।

কলেজের এই ধারাবাহিক কৃতিত্বে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ ও সন্তোষ বিরাজ করছে।

মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল এস. এম. ফয়সল, পিএসসি বলেন, “শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের নিবেদিতপ্রাণ প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতায় এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। আমরা আশা করি, ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।”

ইএইচ