ফেনীতে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ আজ

ফেনী জেলা প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ১২:১২ পিএম
ফেনীতে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ আজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশ গড়তে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার ফেনীতে আসছেন দলটির কেন্দ্রীয় নেতারা।

সোমবার (২১ জুলাই) বিকেল ৫টায় ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে একটি পথসভা অনুষ্ঠিত হবে।

পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামন্তা শারমিন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

পথসভা শেষে পদযাত্রা করে মহিপালে গিয়ে আরেকটি পথসভায় অংশ নেবেন তারা।

এদিকে জুলাই যোদ্ধাদের ফেনী আগমনে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। পদযাত্রা ও পথসভা সফল করার লক্ষ্যে ইতোমধ্যে সবরকমের প্রস্তুতি শেষ করা হয়েছে।

এনসিপির জেলা সংগঠন শাহ ওয়ালি উল্লাহ মানিক জানান, জুলাই আন্দোলনের সামনের সারির যোদ্ধারা ফেনীতে আসছেন। তাদের আগমন উপলক্ষ্যে জেলার সর্বস্তরের মানুষ, শিক্ষার্থী এবং বিভিন্ন পেশাজীবীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। মানুষজন তাদের একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

তিনি আরও জানান, কর্মসূচিতে আমাদের দশ হাজার লোক জমায়েতের টার্গেটি রয়েছে। পথসভা সফল করার লক্ষ্যে ইতোমধ্যে প্রতিটি উপজেলায় একাধিক প্রস্তুতি সভা করেছি এবং সবরকমের প্রস্তুতি নেয়া হয়েছে।

এনসিপির কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রিজভী বলেন, ইতোমধ্যে জেলা প্রশাসনের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। প্রশাসন কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিরাপত্তায় সেনাবাহিনী, র‌্যাব, পুলিশসহ পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের আশ্বাস দিয়েছেন।

বিআরইউ