বরিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

বরিশাল ব্যুরো প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ০২:৩১ পিএম
বরিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

মিথ্যাচার, অপপ্রচার, সরকারের নির্লিপ্ততা এবং সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। পাশাপাশি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চলমান ‘ষড়যন্ত্রের প্রতিবাদেও’ কর্মসূচি পালন করে সংগঠনটি।

সোমবার বেলা সাড়ে ১১টায় নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে আসা মিছিলসমূহ সদর রোডস্থ বিএনপি কার্যালয় প্রাঙ্গণে এসে সমবেত হয়। এতে বরিশাল মহানগর বিএনপির নেতৃবৃন্দও অংশ নেন।

পরে বরিশাল মহানগর ও জেলা শ্রমিক দলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়েজ আহমেদ ফয়েজের সভাপতিত্বে বক্তারা বলেন, “মিডফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড নিয়ে একটি মহল আমাদের বিরুদ্ধে দায় চাপাতে চাইছে। একের পর এক ষড়যন্ত্র চলছে তারেক রহমানের বিরুদ্ধে। পাশাপাশি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিও ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে।”

বক্তারা অভিযোগ করেন, এসব বিষয়ে সরকারের নির্লিপ্ত অবস্থান পরিস্থিতিকে আরও নাজুক করে তুলছে। বক্তারা দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

ইএইচ