টাঙ্গাইলে ৭ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

টাঙ্গাইল প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ০৬:০৫ পিএম
টাঙ্গাইলে ৭ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’—এই স্লোগানে টাঙ্গাইলে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও সাত দিনব্যাপী বৃক্ষমেলা ২০২৫।

সোমবার সকাল ১০টায় শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক।

আয়োজক জেলা প্রশাসন ও বন বিভাগ জানায়, পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধিতে এই মেলার আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী দিনে সকালেই জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান।

উদ্বোধনের পর অতিথিরা মেলায় স্থাপিত ৪৭টি স্টল ঘুরে দেখেন। এসব স্টলে বিভিন্ন জাতের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। একইসঙ্গে পরিবেশ-সচেতনতা বৃদ্ধিতে স্টলগুলোতে রাখা হয়েছে তথ্যচিত্র, পোস্টার ও লিফলেট।

টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন— অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ.এস.এস. সাইফুল্লাহ অধ্যাপক ড. লুৎফুননেছা বারি, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শমসাদুল আখতার শামীম।

বক্তারা বলেন, গাছ কেটে নয়, গাছ লাগিয়েই দেশকে বাসযোগ্য রাখা সম্ভব। সকল শ্রেণি-পেশার মানুষকে এ উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানান তাঁরা।

বিআরইউ