হরিণাকুণ্ডুতে পরিবেশ রক্ষায় গাছের চারা রোপণ ও বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৭, ২০২৫, ০৪:২৬ পিএম
হরিণাকুণ্ডুতে পরিবেশ রক্ষায় গাছের চারা রোপণ ও বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের সোনাতন মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।

রোববার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন কেসি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা ছাত্রদলের সদস্য আব্দুল সালাম।

 এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাবুদ্দিন, সহকারী প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, শিক্ষক জালাল উদ্দিন ও শহিদুল ইসলাম, কেসি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জীবন মিয়া, ছাত্রদল নেতা এনামুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে বিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয় এবং বিদ্যালয় চত্বরে কয়েকটি চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল সালাম বলেন, “গাছ আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় আমাদের সবাইকে গাছ লাগাতে হবে। প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ রোপণ করে, তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সহজ হবে। নতুন প্রজন্মকে ছোটবেলা থেকেই গাছপালার গুরুত্ব বোঝাতে হবে, যেন তারা পরিবেশবান্ধব সমাজ গড়ে তুলতে পারে।”

ইএইচ