ঝুঁকিপূর্ণ গাছ কর্তন ও বিদ্যুৎ লাইন স্থানান্তরের দাবিতে মানববন্ধন

আলী হাসান, জয়পুরহাট প্রকাশিত: জুলাই ২৭, ২০২৫, ০৭:১৮ পিএম
ঝুঁকিপূর্ণ গাছ কর্তন ও বিদ্যুৎ লাইন স্থানান্তরের দাবিতে মানববন্ধন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শালাইপুর বাজারে সরকারের নিষিদ্ধ ঘোষিত ঝুঁকিপূর্ণ ইউক্যালিপ্টাস গাছ অপসারণ এবং রাস্তার দক্ষিণ পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ হাজার ভোল্টেজের সঞ্চালন লাইন স্থানান্তরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে পাঁচবিবি-কামদিয়া সড়কের শালাইপুর বাজারে স্থানীয় এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন শালাইপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও কুসুম্বা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর মণ্ডল, সহকারী শিক্ষক গোপাল চন্দ্র মণ্ডল, ডেকোরেটর ব্যবসায়ী আবুল কালাম আজাদ, কাপড় ব্যবসায়ী হাফিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আবু রায়হান ও মুদি ব্যবসায়ী জবা প্রমুখ।

বক্তারা বলেন, শালাইপুর বাজারের ইউক্যালিপ্টাস ও ইপ্ট্রি গাছগুলো এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই দ্রুত এসব গাছ কর্তনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

একইসঙ্গে বাজারের দক্ষিণ পাশ দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টেজের পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইন অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিও জানান বক্তারা।

ইএইচ