পার্বত্য খাগড়াছড়ি জেলার রূপকার, মাটি ও মানুষের প্রিয় নেতা, সাবেক পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার পরিকল্পনা ও নির্দেশনায় মাটিরাঙ্গা উপজেলায় ঢাকা-চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের দুপাশে জঙ্গল কাটা কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা বিএনপি ও যুবদল।
রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত মাটিরাঙ্গা উপজেলার মুসলিমপাড়া এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার, সদস্যসচিব ফোরকান ইমামীসহ বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা। তারা সকলে জঙ্গল কাটা কার্যক্রমে অংশগ্রহণ করেন।
জিয়াউর রহমান জিয়া বলেন, “সড়ক দুর্ঘটনা রোধে আমাদের এই উদ্যোগ। প্রিয় নেতা ওয়াদুদ ভূইয়ার নির্দেশনায় আমরা এ কর্মসূচি হাতে নিয়েছি। পর্যায়ক্রমে মাটিরাঙ্গা-তানক্কাপাড়া সড়কের দুই পাশও পরিষ্কার করা হবে।”
তিনি আরও জানান, মহাসড়কের পাশে ঘন জঙ্গল দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তোলে। তাই সচেতনতামূলক এ কর্মসূচির মাধ্যমে যান চলাচল আরও নিরাপদ করতে উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা বিএনপি ও যুবদল।
ইএইচ