রাজবাড়ীর পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খানের সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে বহাল করেছে রাজবাড়ী জেলা বিএনপি।
রোববার জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু ও সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ২৬ জুন রাজবাড়ী জেলা ভোক্তা অধিদপ্তরের একটি শুনানিকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝির একপর্যায়ে বিষয়টি মামলায় গড়ায়। জেসমিন সুলতানা নামের একজন বাদী হয়ে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়ার কারণে দলীয় নিয়ম অনুযায়ী চাঁদ আলী খানকে সাময়িকভাবে বহিষ্কার করা হয় এবং সিনিয়র সহসভাপতি শাহাবুদ্দিন আহমেদকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।
পরে রাজবাড়ী বার অ্যাসোসিয়েশনের সভাপতির নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিষয়টি দলীয়ভাবে খতিয়ে দেখা হয়। তদন্তে অভিযোগকারিণী নিজেই অভিযোগ প্রত্যাহার করায় এবং আর কোনো অভিযোগ না থাকায় চাঁদ আলী খানকে পুনরায় সভাপতি পদে বহাল করা হয়।
এ খবর ছড়িয়ে পড়লে পাংশা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দের সঞ্চার হয়। তাঁরা জেলা বিএনপি নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং ‘প্রাণের নেতা’ চাঁদ আলী খানকে পুনরায় সভাপতি হিসেবে পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
ইএইচ