গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং জাথালীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাজেদুল ইসলাম নাবিলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছেম, রোববার ভোররাতে কালিয়াকৈরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কালিয়াকৈর থানা পুলিশের ওসি (অপারেশন) মো. যোবায়ের আহমেদ জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে গাজীপুর কোর্ট হাজতে পাঠানো হয়েছে।
ইএইচ